Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্রিন জোনে অনুমতি ছাড়াই ওড়ানো যাবে ড্রোন

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ মার্চ ২০২১ ২৩:০৯

ঢাকা: বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) অনুমতি ছাড়াই বিনোদনের জন্য ছোট আকারের ড্রোন যে কেউ ওড়াতে পারবেন। অনুমতি ছাড়া ড্রোন ওড়ানো যাবে গ্রিন জোনেও। কিন্তু এই ড্রোনের ওজন হতে হবে ৫ কেজির নিচে, আর অবশ্যই সমতল ভূমি থেকে ১০০ ফুটের মধ্যে এই ড্রোন ওড়াতে হবে।

মঙ্গলবার (২৩ মার্চ) ড্রোন বিষয়ে বেবিচকের একটি ভার্চুয়াল ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। এতে ড্রোনের বিষয়ে নির্দেশনা দেন বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড, রেগুলেশন অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন ইমরানুর রহমান।

বিজ্ঞাপন

এসময় তিনি জানান, ড্রোন উড্ডয়নের এলাকা বা জোনকে গ্রিন, ইয়েলো ও রেড— এই তিন ভাগে ভাগ করা হয়েছে। বিভিন্ন সংরক্ষিত এলাকা, সামরিক এলাকা, ঘনবসতিপূর্ণ এলাকা, জনসমাগমপূর্ণ এলাকাকে ইয়েলো জোন ধরা হয়েছে।

এছাড়াও নিষিদ্ধ এলাকা, বিপজ্জনক এলাকা, বিমানবন্দর এলাকা, কেপিআই ইত্যাদিকে রেড জোন হিসেবে ধরা হয়েছে। এই দুই ধরনের জোন বাদে সব জোনকে গ্রিন জোন ধরা হয়েছে। গ্রিন জোনে যে কেউ অনুমতি ছাড়া ১০০ ফুটের মধ্যে ড্রোন ওড়াতে পারবেন। তবে ড্রোন যদি ১০০ ফুটের বেশি উচ্চতায় ওড়াতে হয়, তাহলে বেবিচকের কাছ থেকে অনুমতি নিতে হবে।

সম্প্রতি ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা-২০২০ প্রণয়ন করা হয়েছে। সেই নীতিমালার সুষ্ঠু বাস্তবায়নের জন্য ওয়ার্কশপটি অনুষ্ঠিত হয়। বেবিচকের পক্ষে ইমরান রহমান জানান, ড্রোন উড়ানোর উদ্দেশ্য বিবেচনায় একে চার শ্রেণিতে বিভক্ত করা হয়েছে।

শ্রেণিগুলোর বিবরণ তুলে ধরে তিনি জানান, ‘ক’ শ্রেণিতে রয়েছে বিনোদনের (খেলার) জন্য ব্যবহৃত ড্রোন; ‘খ’ শ্রেণিতে রয়েছে সরকারি, বেসরকারি সংস্থা বা কোনো ব্যক্তির শিক্ষা ও গবেষণার কাজে ব্যবহারের জন্য ড্রোন; ‘গ’ শ্রেণিতে জরিপ, স্থিরচিত্র, চলচ্চিত্র, পণ্য পরিবহনের মতো বাণিজ্যিক ও পেশাদার কাজের জন্য ড্রোনগুলো থাকবে; আর ‘ঘ’ শ্রেণিতে থাকবে রাষ্ট্রীয় ও সামরিক প্রয়োজনে ব্যবহারের জন্য ড্রোন।

বিজ্ঞাপন

এই চার শ্রেণির ড্রোনের মধ্যে ‘ক’ ও ‘ঘ’ শ্রেণির ড্রোন উড্ডয়নের জন্য কারও অনুমতি নিতে হবে না। তবে ‘খ’ ও ‘গ’ শ্রেণির ড্রোন গ্রিন, ইয়েলো, রেড যেকোনো জোনে উড্ডয়নের জন্য বেবিচকের নিয়ম মেনে অনুমতি নিতে হবে। ‘গ’ শ্রেণির ড্রোনের জন্য ব্যবহৃত ফ্রিকোয়েন্সি যেন রেডিও, টেলিভিশন, মোবাইল, স্যাটেলাইট ও এভিয়েশনের প্রতিবন্ধকতা তৈরি না করতে পারে, তাই বিটিআরসি থেকে প্রত্যয়নপত্র নিতে হবে।

ওয়ার্কশপে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম. মফিদুর রহমান বলেন, ড্রোন পরিচালনা সহজতর করার জন্য মন্ত্রণালয় নীতিমালাটি জারি করে। ড্রোন নীতিমালা কার্যকরার করার জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় বা সংস্থার নিজ নিজ কার্যপদ্ধতি প্রস্তুত ও প্রকাশের বিধানও এই নীতিমালায় উল্লেখ রয়েছে।

সারাবাংলা/এসজে/টিআর

চার শ্রেণির ড্রোন ড্রোন ড্রোন উড্ডয়ন বেবিচকের অনুমতি