Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে পাহাড়ের পাদদেশে মিলল মর্টারশেল

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ মার্চ ২০২১ ২২:৪০ | আপডেট: ২৩ মার্চ ২০২১ ২৩:১৩

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় পাহাড়ের পাদদেশে পরিত্যক্ত অবস্থায় একটি মর্টার শেল পাওয়া গেছে। পুলিশ আপাতত ওই এলাকা ঘিরে রেখেছে।

মঙ্গলবার (২৩ মার্চ) বিকেলে উপজেলার মিঠাছড়া পশ্চিম দেওয়ান নগর গ্রামের মেখলঘোনা পাড়ায় পাহাড়ের ভেতরে মর্টার শেলটি পাওয়া গেছে। স্থানীয় লোকজন হাটহাজারী থানায় খবর দেওয়ার পর বিষয়টি সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটকে জানানো হয়। এরপর ইউনিটের একটি দল সেখানে যায়।

বিজ্ঞাপন

সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপকমিশনার আসিফ মহিউদ্দীন সারাবাংলাকে বলেন, ‘পাহাড়ের ঢালে পরিত্যক্ত অবস্থায় অনেক পুরনো একটি মর্টারশেল পাওয়া গেছে। আমাদের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। আপাতত আশপাশ পুলিশ ঘিরে রেখেছে। সেটি নিষ্ক্রিয় করার ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল (বুধবার) ব্যবস্থা নেওয়া হবে।’

ঘটনাস্থলে যাওয়া কাউন্টার টেরোরিজম ইউনিটের উপপরিদর্শক (এসআই) সঞ্জয় গুহ সারাবাংলাকে বলেন, ‘অনেক পুরনো মরিচা ধরা একটি মর্টারশেল। আমাদের ধারণা একাত্তর সালের আগের হবে। সম্ভবত মাটির নিচে ছিল। মাটি সরে যাওয়ায় আস্তে আস্তে উপরে উঠে এসেছে। ওজন প্রায় সাড়ে তিন কেজি। দৈর্ঘ্য সাড়ে ১১ ইঞ্চি, প্রস্থ সাড়ে তিন ইঞ্চি।’

সারাবাংলা/আরডি/এমআই

মর্টার শেল

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর