Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দলের ভেতরে ঢুকে কেউ কেউ সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ মার্চ ২০২১ ২২:০৭

চট্টগ্রাম ব্যুরো: আওয়ামী লীগের ভেতরে ঢুকে কিছু সুবিধাভোগী সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমেদ।

মঙ্গলবার (২৩ মার্চ) বিকেলে নগরীর মোহরায় প্রয়াত আওয়ামী লীগ নেতা সেকান্দর হায়াত খানের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলটির মহানগর কমিটি আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন বলেন, ‘আওয়ামী লীগ ধারাবাহিকভাবে একযুগ ক্ষমতায় আছে। অস্বীকার করার উপায় নেই যে এ সুযোগে কিছু সুবিধাভোগী মানুষ দলে ভিড়েছে। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে এরা সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে দল ও সরকারকে প্রশ্নবিদ্ধ করছে। এদের ঝেঁটিয়ে বিদায় করার সময় এসেছে।’

সভাপতির বক্তব্যে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে এসে স্বাধীনতাবিরোধী শক্তি আস্ফালন দেখাচ্ছে। প্রকাশ্যে পঁচাত্তরের ১৫ আগস্ট ঘটানোর হুমকি দিচ্ছে। অথচ আমরা নির্বিকার। ক্ষমতায় আছি বলে আমরা যদি নিজেদের নিরাপদ ভাবি তাহলে ভুল হবে।’

নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘প্রতিপক্ষ বিভ্রান্তি ছড়িয়ে, গুজব ছড়িয়ে ঘোলা জলে মাছ শিকারের চেষ্টা করছে। জঙ্গিবাদি অপশক্তি লেলিয়ে দিয়েছে। আমাদের সতর্ক থাকতে হবে।’

নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন নগর কমিটির সহসভাপতি নঈম উদ্দিন চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদিকা জোবাইরা নার্গিস খান, সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের, নির্বাহী সদস্য হাজী বেলাল আহমদ।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/টিআর

মোছলেম উদ্দিন আহমেদ সাম্প্রদায়িকতা সাম্প্রদায়িকতার বিষবাষ্প

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর