আপাতত পানির দাম বাড়ছে না
২৩ মার্চ ২০২১ ২০:৪৫ | আপডেট: ২৪ মার্চ ২০২১ ০০:১৪
ঢাকা: আরও ৫ শতাংশ পানির দাম বাড়াতে ওয়াসা যে প্রস্তাব করেছিল, আপাতত তাদের সেই প্রস্তাব কার্যকর হচ্ছে না। করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি বিবেচনায় ওয়াসা বোর্ড এই মুহূর্তে পানির দাম বাড়ানোর প্রস্তাব ফিরিয়ে দিয়েছে।
মঙ্গলবার (২৩ মার্চ) ওয়াসার বোর্ড মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে ওয়াসার গ্রাহকরা আগের দরেই পানির দাম পরিশোধ করতে পারবেন।
ওয়াসা সূত্রে জানা গেছে, বর্তমান করোনাভাইরাস মহামারি পরিস্থিতির কারণে আপাতত পানির দাম বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে ওয়াসা বোর্ড। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে বিষয়টি তারা পুনর্বিবেচনা করবে।
এর আগে, আগামী জুলাই মাস থেকে আবাসিক ও বাণিজ্যিক ব্যবহারের জন্য পানির দাম পাঁচ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছিল। প্রস্তাবে বলা হয়েছিল, আবাসিক গ্রাহকদের প্রতি ইউনিট অর্থাৎ এক হাজার লিটার পানির জন্য দাম দিতে হবে ১৫ টাকা ১৮ পয়সা, যা আগে ছিল ১৪ টাকা ৪৬ পয়সা। বাণিজ্যিক সংযোগের ক্ষেত্রে এখন দিতে হয় ৪০ টাকা, যা ৪২ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছিল।
করোনাভাইরাসের সংক্রমণ শুরুর দিকে গত বছরের এপ্রিলেও এক দফা পানির দাম বাড়িয়েছিল ঢাকা ওয়াসা। সে সময় প্রতি ইউনিটে দাম বাড়ানো হয়েছিল ২ টাকা ৮৯ পয়সা। বছর ঘুরতেই আরেকদফা বাড়ানোর প্রস্তাব নিয়ে এসেছিল সংস্থাটি।
সারাবাংলা/জেআর/টিআর