Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেসবুকের বিরুদ্ধে সাংবাদিকদের শীর্ষ সংগঠনের মামলা

আন্তর্জাতিক ডেস্ক
২৩ মার্চ ২০২১ ২০:১১ | আপডেট: ২৩ মার্চ ২০২১ ২২:৫৭

ঘৃণা এবং মিথ্যা তথ্য ছড়ানোর সুযোগ করে দেওয়ার অভিযোগে ফেসবুকের বিরুদ্ধে ফ্রান্সের একটি আদালতে মামলা দায়ের করেছে সাংবাদিকদের শীর্ষ সংগঠন রিপোর্টারস উইদাউট বর্ডারস (আরএসএফ)। খবর রয়টার্স।

মঙ্গলবার (২৩ মার্চ) আরএসএফ’র পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

আরএসএফ জানায়, প্যারিসের একটি আদালতে সোমবার (২২ মার্চ) দায়ের করা ওই মামলায় ফেসবুকের বিরুদ্ধে বৈশ্বিক পরিসরে (বিশেষ করে সংবাদিকদের বিরুদ্ধে) ঘৃণা এবং বিদ্বেষমূলক বক্তব্য ছড়ানোর অনুমতি দেওয়া এবং নিরাপদ অনলাইন প্ল্যাটফর্ম গঠনের প্রতিশ্রুতি দিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ আনা হয়।

এ ব্যাপারে ফেসবুকের তরফ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আরএসএফ বলছে, ফ্রান্সে ফেসবুকের বিরুদ্ধে দায়ের করা এই মামলার প্রভাব পুরো বিশ্বজুড়ে পড়বে। এছাড়াও তারা অন্যান্য দেশেও একই ধরনের মামলা দায়েরের বিষয়ে পরিকল্পনা করছে।

সারাবাংলা/একেএম

আরএসএফ টপ নিউজ ফেসবুক ফ্রান্স রিপোর্টার্স উইদাউট বর্ডারস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর