Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক এমপি চয়ন ইসলাম করোনায় আক্রান্ত

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ মার্চ ২০২১ ১৯:১৫

ঢাকা: বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক উপকমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (২৩ মার্চ) চয়ন ইসলাম নিজেই সারাবাংলাকে এ তথ্য জানান।

চয়ন ইসলাম বলেন, ‘টানা কয়েকদিন আমার নির্বাচনি এলাকা সিরাজগঞ্জের শাহজাদপুরে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়ে ঢাকায় ফিরে করোনা পরীক্ষা করাই। যদিও আমার কোনো উপসর্গ ছিল না। পরীক্ষার পর রেজাল্ট পজিটিভ এসেছে। ক্রস চেক করার জন্য অন্য আরেক জায়গায় দ্বিতীয়বার পরীক্ষা করলেও কোভিড পজিটিভ আসে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, এমনিতেই এখন ভালো আছি। নিজ বাসায় আইসোলেশেন আছি এবং চিকিৎসকের সার্বক্ষণিক পরামর্শে আছি।’

উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সর্বশেষ সপ্তম জাতীয় কংগ্রেসে সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক চয়ন ইসলাম ১৫ ফেব্রুয়ারি সস্ত্রীক ঢাকায় করোনার ভ্যাকসিন নেন।

সারাবাংলা/পিটিএম

করোনা আক্রান্ত চয়ন ইসলাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর