প্রেমিকার বাড়িতে প্রেমিকের বন্ধুকে কুপিয়ে হত্যা
২৩ মার্চ ২০২১ ১৭:৪৯ | আপডেট: ২৩ মার্চ ২০২১ ২১:০২
নোয়াখালী: বেগমগঞ্জে প্রেমিকার বাড়িতে আটক প্রেমিককে উদ্ধার করতে যাওয়ায় প্রেমিকের বন্ধু মো.পারভেজ হোসেনকে (২২) কুপিয়ে হত্যা করেছে প্রেমিকার পরিবারের সদস্যরা। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। মঙ্গলবার (২৩ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের রুদ্রপুর গ্রামের পাঁচবাড়িয়া এলাকার কুলাবেপারী বাড়িতে এ ঘটনা ঘটে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ কারুজ্জামান সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত পারভেজ বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের জুবিখালী গ্রামের আবদুর রহিমের ছেলে। সে পেশায় একজন দর্জি ছিল। এ ঘটনায় আহতরা হলেন-জিহাদ (২৮), জাহেদ (২৪), জুয়েল (২৪), ফরহাদ (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত পারভেজের বন্ধু সুজন (১৮) সোমবার সন্ধ্যায় তার প্রেমিকার ফোন পেয়ে প্রেমিকার বাড়িতে যায়। এসময় প্রেমিকার বাবা শাহ আলম ও এলাকার লোকজন তাকে বাড়িতে আটকে রাখে এবং ১০ লাখ টাকা দাবি করে। খবর পেয়ে আটক সুজনের ভাই ও স্থানীয়রা রাতেই সুজনকে ছাড়িয়ে আনতে গেলে ব্যর্থ হয়। মঙ্গলবার সকাল ১১ টার দিকে সুজনের ভাই, বন্ধু ও এলাকার কয়েকজন আবারও সুজনকে ছাড়িয়ে আনতে গেলে সুজনের প্রেমিকার পরিবারের সদস্যরা ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। এ সময় সুজনের বন্ধু পারভেজকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনার পর থেকে হামলাকারীরা সবাই পালিয়ে গেছে বলে এলাকাবাসী জানায়।
ওসি মুহাম্মদ কারুজ্জামান সিকদার জানান, আটক যুবককে প্রেমিকার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালে রয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেবে। তবে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি।
সারাবাংলা/এসএসএ
টপ নিউজ নোয়াখালী প্রেমিকার বাড়িতে প্রেমিকের বন্ধুকে কুপিয়ে হত্যা