Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘একদল জামায়াত, আরেক দল হেফাজতকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে’

সারাবাংলা ডেস্ক
২৩ মার্চ ২০২১ ১৬:১০ | আপডেট: ২৩ মার্চ ২০২১ ১৬:২৬

চট্টগ্রাম ব্যুরো: দেশের বৃহত্তম দুই রাজনৈতিক দলের একটি জামায়াতকে, আরেকটি হেফাজতকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করার দিকে এগিয়ে নিচ্ছে বলে অভিযোগ করেছেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা।

সোমবার (২২ মার্চ) বিকেলে নগরীর সিনেমা প্যালেস মোড়ে সুনামগঞ্জের শাল্লায় ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর বসতঘরে ‘হেফাজতের নেতাকর্মী-সমর্থকদের’ হামলা-লুটপটের প্রতিবাদে আয়োজিত সমাবেশে নেতারা এ কথা বলেছেন।

বিজ্ঞাপন

সমাবেশে সভাপতির বক্তব্যে সিপিবির চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক অশোক সাহা বলেন, ‘অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার অঙ্গীকার করে আমাদের দেশ স্বাধীন হয়েছে। মুক্তিযুদ্ধ হয়েছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য। কিন্তু স্বাধীনতার ৫০ বছর পূর্তির আগ মুহূর্তে এসে ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা প্রমাণ করেছে, গত ৫০ বছরে শাসক শ্রেণি বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করার দিকে এগিয়ে নিয়েছে।’

আওয়ামী লীগ-বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘ক্ষমতার জন্য এ দেশে একদল জামায়াতকে, আরেক দল হেফাজতে ইসলামকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। তাদের আস্কারার কারণে দেশের রন্ধ্রে রন্ধ্রে আজ সাম্প্রদায়িক-মৌলবাদি রাজনীতি ছড়িয়ে পড়েছে।’

গণসংহতি আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক হাসান মারুফ রুমী বলেন, ‘বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার কেবল ক্ষমতায় টিকে থাকার জন্য হেফাজতকে তোষামোদ করে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী রাজনীতিকে প্রশ্রয় দিচ্ছে। যারা সুনামগঞ্জের শাল্লায় হামলা-লুটপাট চালিয়েছে, আমরা তাদের গ্রেফতার ও শাস্তি এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ ও নিরাপত্তা দেওয়ার দাবি জানাচ্ছি।’

বিজ্ঞাপন

বাম জোটের নেতারা রামুতে বৌদ্ধ ধর্মাবলম্বী, ব্রাহ্মণবাড়িয়ায় নাসিরনগরে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর হামলা এবং ধর্ম অবমাননার নামে লালমনিরহাটে মানুষ মারার বিচার না হওয়ায় মৌলবাদী সাম্প্রদায়িক শক্তি একের পর এক অপকর্ম করার সুযোগ পাচ্ছে বলে মন্তব্য করেন।

বাসদ নেতা রায়হান উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন সিপিবি চট্টগ্রাম জেলার সম্পাদকমণ্ডলীর সদস্য নুরুচ্ছাফা ভুঁইয়া, বাসদ (মার্কসবাদী) নেতা জাহেদ্দুন্নবী কনক ও বাসদ নেতা আকরাম উদ্দিন।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল সিনেমা প্যালেস থেকে নিউমার্কেটে গিয়ে শেষ হয়।

সারাবাংলা/আরডি/টিআর

বাম গণতান্ত্রিক জোট সিপিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর