Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, আহত ৫০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ মার্চ ২০২১ ১৬:২৩ | আপডেট: ২৩ মার্চ ২০২১ ১৭:২৪

ফাইল ছবি

সুনামগঞ্জ: ছাতক উপজেলায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে উপজেলার কালারুকা ইউনিয়নের হাসনাবাদ গ্রামের মাঠে হাসনাবাদ ও করছখালী গ্রামের লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় হাসনাবাদ বাজারে গাড়ি পার্কিং নিয়ে করছখালী গ্রামের ওলিউর রহমান ও হাসনাবাদ গ্রামের রুহুল আমিনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে মঙ্গলবার দুপুরে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে ইট-পাটকেল ও দেশীয় অস্ত্র ব্যবহার করে দুইপক্ষের লোকজন। এসময় দুই পক্ষের অন্তত ৫০ জন আহত হন।

ওসি নাজিম উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

সারাবাংলা/এসএসএ

ছাতক মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ