Monday 13 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বইমেলায় ইশতিয়াক আহমেদের নতুন উপন্যাস ‘সুটকেস’

সিনিয়র নিউজরুম এডিটর
২৩ মার্চ ২০২১ ১৩:১১

জনপ্রিয় কথাসাহিত্যিক ইশতিয়াক আহমেদের নতুন উপন্যাস ‘সুটকেস’ পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলায়।

বইটি সম্পর্কে ইশতিয়াক আহমেদ বলেন, জীবন মূলত সুটকেসের মতোই। আমাদের জানা নেই, কী আছে এর ভেতরে। কতটা বিস্ময় আছে কিংবা কতটা অভাব বা প্রাচুর্য। একটা সুটকেস আর কিছু মানুষের জীবন মিলেমিশে একাকার এ উপন্যাসে। জাহিদ, নীরা, মহিউদ্দিন তালুকদার, আনিস, রিপন, তানজিম, জয়নাল কিংবা আরো যারা আছে, সবারই একটা করে সুটকেস আছে। জীবন নামের সুটকেস।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, সুটকেস উপন্যাসের ভেতরে প্রবেশ করলে তাদের জীবনের গল্প পাওয়া যাবে। যে গল্পগুলো নতুন নয়। আপনার, আমার অথবা আমাদের জানাশোনা কোনো পুরাতন গল্পই…

সুটকেস উপন্যাস পাওয়া যাচ্ছে মেলার অনিন্দ্য প্রকাশের ৫ নম্বর প্যাভিলিয়নে।

সারাবাংলা/এএম

অমর একুশে বইমেলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর