বনানীতে মা-ছেলের লাশ উদ্ধার
২৩ মার্চ ২০২১ ১২:৫৫
ঢাকা: রাজধানীর বনানী কড়াইল এলাকা থেকে মা ও ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন- হাসি আক্তার (২২) ও তার ছেলে নিরব (৬)। পুলিশের ধারণা, স্বামী তার স্ত্রী ও সন্তানকে হত্যা করে পালিয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম মিয়া জানান, কড়াইল বউবাজার ডাক্তার বাড়ির পেছনের ঝিল থেকে মা ও তার শিশুর লাশ উদ্ধার করা হয়। দুজনকেই শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ওসি জানান, হাসি তার একমাত্র সন্তানকে নিয়ে স্বামী রফিকুল ইসলামের সঙ্গে কুমিল্লা বড়ুরা এলাকায় থাকতেন। স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে সন্তানকে নিয়ে হাসি তার বাবার বাসা বনানী কড়াইল বস্তিতে আসেন। রাতের কোনো একসময় হাসির স্বামী তাদের দুজনকে শ্বাসরোধে হত্যা করে বাড়ির পিছনে ঝিলে ফেলে রাখে। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে।
সারাবাংলা/এসএসআর/এএম