Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশাল-পটুয়াখালী মহাসড়কে লেবুখালী সেতুর টোল নির্ধারণ

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ মার্চ ২০২১ ২২:৪৮

ঢাকা: বরিশাল-পটুয়াখালী মহাসড়কে পায়রা নদীর ওপর লেবুখালী সেতু দিয়ে পারাপারকারী যানবাহনের চলাচলের জন্য টোল নির্ধারণ করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

গত ১৮ মার্চ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের (টোল অধিশাখা) উপসচিব ফাহমিদা হক খানের সই করা এ সংক্রান্ত এক গেজেটে নির্ধারিত টোলের হার উল্লেখ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, লেবুখালি সেতুতে ট্রেইলার ৯৪০ টাকা, হেভি ট্রাক ৭৫০ টাকা, মিডিয়াম ট্রাক ৩৭৫ টাকা, বড় বাস ৩৪০ টাকা, মিনি ট্রাক ২৮০ টাকা, কৃষিকাজে ব্যবহৃত যান ২২৫ টাকা, মিনিবাস-কোস্টার ১৯০ টাকা, মাইক্রোবাস ১৫০ টাকা, ফোর হুইল চালিত যানবাহন ১৫০ টাকা, সিডান কার ৯৫ টাকা, তিন-চার চাকার মোটরাইজড যান ৪০ টাকা, মোটর সাইকেল ২০ টাকা, রিকশা ভ্যান, সাইকেল, ঠেলাগাড়ী ১০ টাকা করে টোল নির্ধারণ করা হলো।

উল্লেখ্য, বরিশাল ও পটুয়াখালী জেলা যুক্ত করতে ১ হাজার ৪৭০ মিটার দৈর্ঘ্যের লেবুখালি সেতুটি ২০১৭ সালে নির্মাণ কাজ শুরু হয়। চার লেন বিশিষ্ট সেতুর কাজ ২০২২ সালে শেষ হওয়ার কথা রয়েছে।

সারাবাংলা/জেআর/এমআই

টোল নির্ধারণ পটুয়াখালী বরিশাল মহাসড়ক লেবুখালী সেতু