Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভুটানের প্রধানমন্ত্রী আসছেন সকালে, সই হতে পারে ২ সমাঝোতা স্মারক

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ মার্চ ২০২১ ১৯:৫৯ | আপডেট: ২৩ মার্চ ২০২১ ১০:৫৯

বর্ষবরণের উৎসবে ভুটানের প্রধানমন্ত্রী লোতে শেরিং (ছবি- টিভি থেকে নেওয়া)

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে আসছেন ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং। মঙ্গলবার (২৩ মার্চ) সকালে ঢাকায় আসবেন তিনি। এ সফরে দুই দেশের মধ্যে দুইটি সমাঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, ভুটানের প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে দেশটির রয়াল একাডেমি অব পারফর্মিং আটর্সের (রাপা) ২২ জন শিল্পী এবং চারজন সাংবাদিক গত ১৯ মার্চ ঢাকায় এসেছেন।

বিজ্ঞাপন

পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অব প্রটোকল আমানুর রহমান জানান, ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং আগামী ২২ থেকে ২৫ মার্চ বাংলাদেশ সফর করবেন। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি। এছাড়াও ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরের সময় দুই দেশের দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হবে।

তিনি আরও জানান, দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক ছাড়াও প্রতিনিধি পর্যায়ের সংলাপ অনুষ্ঠিত হবে। সার্বিক বিবেচনায়, ভুটানের প্রধানমন্ত্রীর আসন্ন সফর দ্বিপাক্ষিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বলে বিবেচিত হবে বলে প্রতীয়মান হয়।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার (২৩ মার্চ) সকালে বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং’কে অভ্যর্থনা জানাবেন। এ সময় ভুটানের প্রধানমন্ত্রীর সম্মানে ২১টি গান স্যালুটসহ আনুষ্ঠানিক গার্ড অফ অনার দেওয়া হবে।

সফরকালে ভুটানের প্রধানমন্ত্রী সাভারের জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করবেন। আগামী বুধবার (২৪ মার্চ) জাতীয় প্যারেড গ্রাউন্ডে বিশেষ অনুষ্ঠানমালায় সম্মানিত অতিথি হিসেবে ডা. লোটে শেরিং উপস্থিত থাকবেন। ওই দিন সন্ধ্যায় তার সম্মানে প্রধানমন্ত্রীর দেওয়া নৈশভোজে অংশগ্রহণ করবেন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে গত ১৭ থেকে ২৬ মার্চ তারিখ পর্যন্ত জাতীয় প্যারেড গ্রাউন্ডে ১০ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা চলছে। এই অনুষ্ঠানে যোগ দিতে এরই মধ্যে মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মেদ সলিহ এবং শ্রীলংকার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে বাংলাদেশ সফর শেষে নিজ নিজ দেশে ফিরে গেছেন। এই প্রতিবেদন লেখার সময় নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবি ভান্ডারি বাংলাদেশ সফর করছেন। এছাড়া আগামী ২৬ সকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে।

সারাবাংলা/জেআএই/এনএস

টপ নিউজ প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ভুটান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর