Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুবিধাবঞ্চিত শিশুদের বই বিতরণ করবে বিকাশ

সারাবাংলা ডেস্ক
২২ মার্চ ২০২১ ১৯:১১

বইমেলাকে কেন্দ্র করে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ১৫ হাজার বই বিতরণের উদ্যোগ নিয়েছে বিকাশ। এমনকি মেলায় আসা দর্শনার্থীরাও এই উদ্যোগে অংশ নিতে পারবেন। একইসঙ্গে বই কেনার আনন্দ বাড়াতে বরাবরের মতো এবারও বইমেলায় বিকাশ পেমেন্টে থাকছে ১৫শতাংশ ক্যাশব্যাক।

করোনার কারণে গত ১৮ মার্চ শুরু হওয়া বইমেলায় এই ক্যাশব্যাক অফার চলবে ১৪ এপ্রিল ২০২১ পর্যন্ত। বইমেলার অধিকাংশ স্টলেই বিকাশ অ্যাপে কিউআর কোড স্ক্যান করে, *২৪৭# ডায়াল করে অথবা পেমেন্ট গেটওয়ের মাধ্যমে বিকাশ পেমেন্ট করে তাৎক্ষণিক ক্যাশব্যাক পাবেন গ্রাহকরা। করোনাকালে নগদ টাকা ছাড়াই বিকাশ পেমেন্টের এই সুযোগ দর্শনার্থীদের স্বাস্থ্য ঝুঁকি কমাতেও সহায়তা করবে।

বিজ্ঞাপন

যাদের বিকাশ অ্যাকাউন্ট নেই, তাদের জন্য মেলায় এসে বিকাশ অফার নেওয়ার সুবিধার্থে প্রতিবছরের মত বইমেলা প্রাঙ্গণে আছে বিকাশ’র বুথ। জাতীয় পরিচয় পত্র দিয়ে তাৎক্ষণিকভাবে বিকাশ অ্যাকাউন্ট খুলে বই কেনায় ক্যাশব্যাক অফার গ্রহণ করতে পারছেন গ্রাহকরা। গ্রাহকদের সুবিধার্থে বইমেলা প্রাঙ্গণে আছে ক্যাশইন, ক্যাশআউটের ব্যবস্থাও।

এদিকে গত বছরের ন্যায় বইমেলায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বই সংগ্রহের কার্যক্রম হাতে নিয়েছে বিকাশ। যা এ বছর আরও বিস্তৃত করা হয়েছে। গতবছর মেলায় আসা দর্শনার্থীদের কাছ থেকে সংগৃহীত দুই হাজার ৭৫১টি বইয়ের সঙ্গে বিকাশ আরও পাঁচ হাজার বই দিয়ে অভিযাত্রিক ফাউন্ডেশনের মাধ্যমে দেশের বিভিন্ন লাইব্রেরিতে মোট সাত হাজার ৭৫১টি বই বিতরণ করে। আর এ বছর ১৫ হাজার বই বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

মেলায় আসা পাঠক-দর্শনার্থীরদের বই প্রদানের সুবিধার্থে মেলা প্রাঙ্গনেই থাকছে ৫টি বুথ। দর্শনার্থীরা এই বুথে এসে নতুন বা পুরাতন বই দিতে পারবেন। প্রতি সপ্তাহে সুবিধাবঞ্চিত শিশুদের হাতে মেলা প্রাঙ্গণে এসব বই তুলে দেওয়া হবে। মেলা শেষে সংগৃহীত বাকি বই দেশের বিভিন্ন লাইব্রেরিতে বিতরণ করা হবে।

বিজ্ঞাপন

যারা ঢাকার বাইরে আছেন তারাও নিজ নিজ এলাকার বিকাশ সেন্টার বা বিকাশ কেয়ার’এ গিয়ে বই দিয়ে আসতে পারেন। এমনকি সারাদেশের বিভাগীয় শহরগুলো থেকেও যে কেউ চাইলে বই প্রদানের ইচ্ছা জানাতে পারেন। ইচ্ছুক ব্যক্তি বিকাশ’র ওয়েবসাইটের মাধ্যমে এই তথ্য জানাতে পারবেন। আর স্বেচ্ছাসেবীরা সেই বই সংগ্রহ করবেন।

সারাবাংলা/এনএস

বইমেলা বিকাশ সুবিধাবঞ্চিত শিশুদের বই বিতরণ