মেডিকেল ভর্তি পরীক্ষা পেছাতে হাইকোর্টে রিট
স্টাফ করেসপন্ডেন্ট
২২ মার্চ ২০২১ ১৮:৪০ | আপডেট: ২২ মার্চ ২০২১ ২৩:৩৩
২২ মার্চ ২০২১ ১৮:৪০ | আপডেট: ২২ মার্চ ২০২১ ২৩:৩৩
ঢাকা: চলতি ২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা পেছাতে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
রোববার (২১) শিক্ষার্থী তাইমুর খান বাপ্পির পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেন আইনজীবী মুনতাসির মাহমুদ রহমান।
রিটে শিক্ষা ও স্বাস্থ্য সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করে রিটকারীদের আইনজীবী মুনতাসির মাহমুদ রহমান বলেন, ‘গতকাল (২১ মার্চ) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেছি। চলতি সপ্তাহের যেকোনো দিন বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের হাইকোর্ট বেঞ্চে শুনানি হতে পারে।’
তিনি আরও বলেন, ‘কভিড-১৯ মহামারি বিবেচনায় নিয়ে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা পেছানোর কথা বলা হয়েছে।’
আগামী ২ এপ্রিল মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সারাবাংলা/কেআইএফ/এমআই