Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আচারের বয়ামে ১০ হাজার ইয়াবা

স্টাফ করেসপন্ডেন্ট
২২ মার্চ ২০২১ ১৭:৫০

ঢাকা: আচারের বয়ামে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা প্রায় দশ হাজার পিস ইয়াবাসহ সৌদি আরবগামী এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ।

সোমবার (২২ মার্চ) দুপুরে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স) মো. আলমগীর হোসেন।

তিনি জানান, গত রাত সাড়ে ৩ টার দিকে বিমানবন্দর বহির্গমন টার্মিনাল থেকে রাকিব হোসেন (৩১) নামে এক যাত্রীকে আটক করা হয়। গালফ এয়ারের (জিএফ ২৫১) একটি ফ্লাইটযোগে ঢাকা থেকে ভোর রাত ৫ টা ৪০ মিনিটে বাহরাইন হয়ে সৌদি আরব যাওয়ার কথা ছিল তার।

আন্তর্জাতিক বহির্গমন টার্মিনালে এলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে চ্যালেঞ্জ করে আমর্ড পুলিশের সদস্যরা। এ সময় তেতুলের আচারের দুইটি বড় বয়ামে ৯ হাজার ৮৮৫ পিস ইয়াবা পাওয়া যায়। যার বাজার মূল্য আনুমানিক ৫০ লাখ টাকা।

রাকিবের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জে ।

আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন আরও জানান, জিজ্ঞাসাবাদে সে জানায় নাজমুল (৩০) নামের ট্রাভেল এজেন্সির এক ব্যক্তি তাকে এই ইয়াবাসহ আচারের বয়াম দিয়েছে। নাজমুলসহ আরও অজ্ঞাতনামা ব্যক্তিকে এই মামলার এজাহারভুক্ত করা হয়েছে।

সোমবার সকাল ১১টায় আটক ব্যক্তিসহ অন্যান্যদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।

সারাবাংলা/একে

আচারের বয়াম ইয়াবা বিমানবন্দর

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর