Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘গান্ধী শান্তি পুরস্কার’ পাচ্ছেন বঙ্গবন্ধু

আন্তর্জাতিক ডেস্ক
২২ মার্চ ২০২১ ১৭:৩০ | আপডেট: ২৩ মার্চ ২০২১ ১০:০১

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গান্ধী শান্তি পুরস্কার-২০২০ এ ভূষিত করেছে ভারত। সোমবার (২২ মার্চ) ভারত সরকারের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এই প্রথম মর্যাদাপূর্ণ পুরস্কারটি মরণোত্তর দেওয়া হচ্ছে। ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে এ খবর জানা গেছে। ‘

ভারত সরকারের বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অসামান্য অবদান ও ভারত বাংলাদেশের মধ্যে ঘনিষ্ঠ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের ভিত্তি স্থাপন এবং শান্তি ও অহিংসার প্রচারের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অপরিসীম ও অতুলনীয় অবদান রয়েছে ভারতীয় উপমহাদেশে।

বিজ্ঞাপন

১৯৯৫ সালে মহাত্মা গান্ধীর ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে তার মতাদর্শের প্রতি শ্রদ্ধা জানাতে ভারত সরকার এই পুরস্কার চালু করে।

সারাবাংলা/আইই

গান্ধী শান্তি পুরস্কার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

বিজ্ঞাপন

নায়ক রাজের জন্মদিন আজ
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:২১

রাজশাহীতে পতন উড়ন্ত রংপুরের
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:০৭

আরো

সম্পর্কিত খবর