লকডাউন বা ছুটির কোনো সিদ্ধান্ত হয়নি: তথ্য অধিদফতর
স্পেশাল করেসপন্ডেন্ট
২২ মার্চ ২০২১ ১৫:৫৮ | আপডেট: ২২ মার্চ ২০২১ ১৭:৩৮
২২ মার্চ ২০২১ ১৫:৫৮ | আপডেট: ২২ মার্চ ২০২১ ১৭:৩৮
ঢাকা: করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দেশে লকডাউন বা সরকারি সাধারণ ছুটির বিষয়ে সরকার কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি বলে জানিয়েছে তথ্য অধিদফতর।
সোমবার (২২ মার্চ) অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসজনিত রোগের প্রাদুর্ভাবের কারণে দেশে লকডাউন বা সরকারি সাধারণ ছুটি নিয়ে জনমনে বিভ্রান্তি দেখা দিয়েছে। তবে এ বিষয়ে লকডাউন বা সরকারি সাধারণ ছুটি নিয়ে সরকার কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি।
আরও বলা হয়, এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচারণার সঙ্গে জড়িতদের বিষয়ে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।
সারাবাংলা/জেআর/এসএসএ