Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে তুলা কারখানায় আগুন, শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ মার্চ ২০২১ ১৫:১০

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে তুলা কারখানায় আগুন লাগার ঘটনায় এক শ্রমিক মৃত্যু হয়েছেন। মৃত ওই শ্রমিকের নাম জহুরুল ইসলাম তালুকদার (৬০)। এ ঘটনায় মোহাম্মদ হোসেন (৬৫) নাম আরেক শ্রমিক আহত হয়েছেন।

জহুরুল ইসলাম খোকসাবাড়ী ইউনিয়নের গুনেরগাতী গ্রামের মৃত ওসমান আলীর ছেলে। সোমবার (২২ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার খোকসাবাড়ী ইউনিয়নের রাণীগ্রাম আনসার ক্যাম্প সংলগ্ন তুলা কারখানায় এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. শামীমুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, নিহত ব্যক্তি আগুন নিভাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে এলাকাবাসী তাকে হাসপাতালে নিয়ে আসলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়ারহাউস ইন্সপেক্টর আব্দুল হামিম জানান, সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় আধা ঘন্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষয়ক্ষতি ও আগুন লাগার কারণ তাৎক্ষণিক ভাবে জানা জায়নি।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী বলেন, আগুন লাগার ঘটনায় পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

সারাবাংলা/এনএস

আগুন তুলা কারখানা শ্রমিকের মৃত্যু

বিজ্ঞাপন

নতুন বছরে টেকনোর নজরকাড়া অফার
৯ জানুয়ারি ২০২৫ ১৮:১০

চমক জয়া আহসান!
৯ জানুয়ারি ২০২৫ ১৮:০৫

আরো

সম্পর্কিত খবর