Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আতিক উল্লাহ খান মাসুদের মৃত্যুতে বস্ত্র ও পাটমন্ত্রীর শোক

সারাবাংলা ডেস্ক
২২ মার্চ ২০২১ ১৪:২৩ | আপডেট: ২২ মার্চ ২০২১ ১৬:৫৯

ঢাকা: দৈনিক জনকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক, এমপি।

বস্ত্র ও পাটমন্ত্রী ব্যক্তিগতভাবে এবং নারায়ণগঞ্জ জেলার জনগণের পক্ষ থেকে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

মন্ত্রী বলেন, আতিকউল্লাহ খান মাসুদ তার নীতি ও আদর্শের মাধ্যমে জনকণ্ঠ পত্রিকাকে একটি অসাম্প্রদায়িক চেতনার প্রকাশ মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন। শত বাধা-বিপত্তিতেও তিনি তার অবস্থানে সর্বদা অবিচল ছিলেন। তার মৃত্যুতে দেশ একজন বরেণ্য ও অসাম্প্রদায়িক সম্পাদককে হারালো। তার মৃত্যুতে বাংলাদেশের জন্য অপূরণীয় ক্ষতি সাধিত হল।

সারাবাংলা /এসএসএ

আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যু টপ নিউজ বস্ত্র ও পাটমন্ত্রীর শোক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর