তামিমার বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলার আবেদন
২২ মার্চ ২০২১ ১৪:১৮
ঢাকা: ক্রিকেটার নাসিরের বর্তমান স্ত্রী তামিমা সুলতানার বিরুদ্ধে মানহানির অভিযোগে ডিজিটাল সিকিউরিটি আইনে মামলার দায়ের জন্য আবেদন করেছেন তার সাবেক স্বামী রাকিব হাসান।
রোববার (২১ মার্চ) রাতে রাজধানীর উত্তরার পশ্চিম থানায় ডিজিটাল আইনে মামলার আবেদন করেন রাকিব হাসান। তবে সোমবার (২২ মার্চ) দুপুর পর্যন্তও আবেদনটি মামলা হিসেবে রেকর্ড করেনি উত্তরা পশ্চিম থানা পুলিশ।
উত্তরা পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান সারাবাংলাকে বলেন, ‘মামলার আবেদন পেয়েছি। আবেদনের পরিপ্রেক্ষিতে প্রাথমিক তদন্ত চলছে। মামলা নেওয়ার মতো প্রমাণ মিললে মামলা নেওয়া হবে।’
তবে তামিমার সাবেক স্বামী রাকিব হাসানের অভিযোগ, পুলিশ মামলা নেওয়া তো দূরের কথা- লিখিত অভিযোগ গ্রহণেও গড়িমসি করেছে। তাই মামলা নেবে কি না তা নিয়েই সন্দেহ প্রকাশ করেছেন তিনি।
রাকিব হাসান বলেন, রোববার দুপুরে লিখিতভাবে মানহানির সব ডকুমেন্ট নিয়ে মামলার আবেদন করতে থানায় গিয়েছিলাম। কিন্তু থানার কর্তব্যরত ডিউটি অফিসার যখন শুনলেন ইস্যুটি ক্রিকেটার নাসিরের স্ত্রী সংক্রান্ত তখন বললেন, আবেদন তিনি নিতে পারবেন না। আবেদনটির ব্যাপারে ওসি স্যারের সঙ্গে যোগাযোগ করতে হবে। পরে ওসি স্যারকে ফোন দিলে তিনি বলেন, এখন লাঞ্চ টাইম। আপনি ৫টার দিকে আসেন। পরে আমি দোকানের কাজ শেষ করতে করতে সন্ধ্যা ৭ বেজে যায়। এরপর থানায় আসতে আসতে রাত ৮টা বেজে যায়।
রাকিব হাসান বলেন, রাত ৮ টার দিকে থানায় এলে ওসি স্যার আবেদন পত্র না নিয়ে আমাকে নানা বিষয়ে প্রশ্ন তুলে বলেন- তামিমা তো আপনাকে ডিভোর্স দিয়েছে। তবুও কেন এসব নিয়ে পড়ে আছেন। আপনি অন্যত্র বিয়ে করে নেন। এ সব কথা বলে তখন আবেদন গ্রহন না করে থানা থেকে পাঠিয়ে দেয়। পরে বিষয়টি আমার আইনজীবীকে জানালে তিনি ঘটনাটি ডিসি স্যারকে (উপ-কমিশনার) জানান। এরপর ওসি স্যার ফের রাত দশটার দিকে ডেকে নিয়ে আবেদন গ্রহণ করেছেন।
তখন বলেছিলেন তিনি অন্য একটা মামলা নিয়ে ব্যস্ত আছেন, তাই কাল আমাকে ডাকবেন। তবে আজ (সোমবার) দুপুর পর্যন্ত এখনও আমাকে কেউ ডাকেনি। তাই আজকে পর্যন্ত দেখব যদি মামলা না নেয় তাহলে আদালতে যাবো।
এ বিষয়ে জানতে চাইলে উত্তরার উপ-কমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ সারাবাংলাকে বলেন, ‘যেহেতু আবেদন করা হয়েছে তাই মামলা নেওয়ার আগে প্রাথমিক যাছাই-বাছাই করতে হয়। হয়ত সেটিই করা হচ্ছে।’
তবে আবেদন গ্রহণে গড়িমসির বিষয়টি তিনি অবগত নয় বলে জানান। এ প্রতিবেদকের কাছ থেকেই শুনেছেন এবং খোঁজ নেবেন বলে জানান।
তামিমা সুলতানার বিরুদ্ধে লিখিত অভিযোগে তার সাবেক স্বামী রাকিব হাসান উল্লেখ করেন, আমি গত ২৪.০২.২০২১ খ্রি. তারিখে বর্ণিত আসামীতামিমা সুলতানা এর বিরুদ্ধে বিজ্ঞ চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করি যা বর্তমানে তদন্তাধীন রয়েছে। গত ১৯.০৩.২০২১ খ্রি. তারিখে বেসরকারী টিভি চ্যানেল Channel 24 এ সার্চলাইট নামক অনুষ্ঠানে একটি অনুসন্ধানী রিপোর্টে প্রচারিত হয় যেখানে আসামী সাক্ষাৎকার দেন। ওই সাক্ষাৎকারে আসামি আমার সম্পর্কে অত্যন্ত আপত্তিকর এবং ন্যাক্কারজনক এবং মানহানিকর মন্তব্য করেছেন।
এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামি ইলেকট্রনিক্স মিডিয়ায় আমার বিরুদ্ধে মানহানিকর ও আক্রমণাত্নক মন্তব্য প্রকাশ করে। এ ছাড়াও আসামি আমার ধর্মীয় মূল্যবোধে আঘাত দিয়ে কথা বলেছেন এবং আমার আর আমার শিশু কন্যা তুবা (০৮) এর পিতা-কন্যার সম্পর্ককে অপমান করেও বক্তব্য দিয়েছেন। যা আমাকে এবং আমার পরিবারকে সমাজে হেয় প্রতিপন্ন করেছে এবং আমাদের অপূরণীয় ক্ষতি হয়েছে। এমন অবস্থায় আসামির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ এর ২৫, ২৮ এবং ২৯ ধারার অপরাধের অভিযোগে এজাহার দায়ের করা হয়েছে।
সারাবাংলা/এসএইচ/একে