Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট
২২ মার্চ ২০২১ ১১:৫৭

ফাইল ছবি

গাজীপুর: সদর উপজেলার বাঘের বাজার এলাকার একটি পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংক থেকে শান্ত মিয়া নামে তিন বছর বয়সী শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ মার্চ) সকালে লাশটি উদ্ধার করা হয়।

জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হামিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত শান্ত মিয়া ময়মনসিংহের গফরগাঁও থানার উত্তর নয়াপাড়া গ্রামের সাদেক আলীর ছেলে। সাদেক আলী স্থানীয় এলাকায় ফুচকা বিক্রি করতেন।

এসআই হামিদুল ইসলাম জানান, শান্ত মিয়াকে নিয়ে তার বাবা-মা সদর উপজেলার বাঘের বাজার এলাকায় স্থানীয় আফতাব উদ্দিন মুন্সির বাড়িতে ভাড়ায় বসবাস করতেন। রোববার বিকেলে শিশুটির মা প্রতিবেশীর বাড়িতে যান। এরপর থেকেই শিশুটিকে আর পাওয়া যাচ্ছিল না। শিশুর স্বজন ও প্রতিবেশীরা রাতভর সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেন। সোমবার সকালে বাড়ির পাশে পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংকিতে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।

সারাবাংলা /এসএসএ

শিশুর লাশ উদ্ধার সেপটিক ট্যাংক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর