Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ মার্চ ২০২১ ১১:২০ | আপডেট: ২২ মার্চ ২০২১ ১১:২৫

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে তিনটি যানবাহনের ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।

সোমবার (২২ মার্চ) সকালে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিবিরহাট বাজারের উত্তরে জে ইউ পার্ক কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতদের মধ্যে ফটিকছড়ির সুন্দরপুর এলাকার মানিক আচার্য (৬০) নামে একজনের পরিচয় পাওয়া গেছে। নিহত অপরজনের নাম-পরিচয় পুলিশ এখনও শনাক্ত করতে পারেনি। তার বয়স ২০ বছর বলে জানিয়েছে পুলিশ। আহতরা হলেন- শুভ আচার্য ও জুবায়ের।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘ইটবোঝাই ট্রাক, সিএনজি অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলে একজন মারা গেছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আরেকজন মারা গেছেন। আমরা গাড়ি তিনটি আটক করে হাইওয়ে পুলিশকে দিয়েছি। তারা আইনগত পদক্ষেপ নেবে।’

আহতদের একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ওসি রবিউল।

সারাবাংলা/আরডি/এএম

চট্টগ্রাম টপ নিউজ সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর