Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দেশে মাস্কের অভাব নেই, আছে সচেতনতার অভাব’

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ মার্চ ২০২১ ১১:০৩

চট্টগ্রাম ব্যুরো: করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ মোকাবিলায় চট্টগ্রাম শহরজুড়ে সচেতনতা তৈরি ও মাস্ক বিতরণ কর্মসূচি শুরু করেছে নগর পুলিশ।

রোববার (২১ মার্চ) সকালে নগরীর সিআরবির শিরিসতলায় এ কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। একইসঙ্গে নগরীর ১৬ থানায়ও পৃথকভাবে মাস্ক বিতরণ কর্মসূচি শুরু হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত সভায় সিএমপি কমিশনার বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ গত একবছর ধরে বাংলাদেশে আছে। বাংলাদেশের মানুষ সাধ্যমত মোকাবিলা করছে। চট্টগ্রামে করোনার বিরুদ্ধে ফ্রন্টলাইনার যোদ্ধা হিসেবে ভূমিকা পালন করছে সিএমপি। সাম্প্রতিক সময়ে বিশ্বের অন্যান্য দেশের মতো করোনা পরিস্থিতি বাংলাদেশেও আবার একটু জটিল হয়ে পড়েছে। সংক্রমণ বাড়ছে, মৃত্যুর হারও বেড়েছে। এ অবস্থায় আমরা সিএমপির পক্ষ থেকে সচেতনতামূলক প্রচারণা শুরু করেছি। আমাদের মূল উদ্দেশ্য সবাইকে মাস্ক ব্যবহারে সচেতন করে তোলা।’

সবাইকে যার যার অবস্থান থেকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশে মাস্কের অভাব নেই, আছে সচেতনতার অভাব। অথচ আমরা যদি নিজে সচেতন হই, সবসময় মাস্ক ব্যবহার করা, হাত ধোয়া- এই সামান্য কাজটুকু করি তাহলে আমরা সহজেই করোনামুক্ত থাকতে পারি। আমরা যদি আমাদের আশপাশের ১০-২০ জনকে সচেতন করতে পারি, তাহলে করোনা নিয়ন্ত্রণ অনেক সহজ হবে। আপনাকে মনে রাখতে হবে- আপনার পাশে যিনি হাঁটছেন তিনি নিরাপদ না হলে আপনিও নিরাপদ নন। আবার আপনি নিরাপদ না হলে তিনিও নিরাপদ নন।’

নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিএমপির অতিরিক্ত কমিশনার শ্যামল কান্তি নাথ, কমিউনিটি পুলিশিংয়ের সদস্য সচিব অহিদ সিরাজ স্বপন, চসিকের কাউন্সিলর গিয়াস উদ্দিন ও পুলক খাস্তগীর, তামাকমুণ্ডি লেইন বণিক সমিতির সভাপতি আবু তালেব এবং টেরিবাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি বেলায়েত হোসেন বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) শাহ মো. আব্দুর রউফ সারাবাংলাকে জানান, দুটি ট্রাক ও একটি পিকআপ ভ্যান নগরীর বিভিন্ন স্পটে প্রতিদিন ঘুরে ঘুরে প্রচারণা চালানো হবে। এর মধ্যে পিকআপ ভ্যানে আছে বড় আকৃতির একটি করোনাভাইরাসের প্রতিকৃতি। দুটি ট্রাকে মঞ্চ সাজানো হয়েছে। সেখানে গানে-গানে, বক্তব্যের মাধ্যমে প্রচারণার সাথে মাস্ক বিতরণ চলবে।

সারাবাংলা/আরডি/এসএসএ

চট্টগ্রামে মাস্ক বিতরণ পুলিশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর