Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিটিভির সংস্কারে কমিটি গঠনের সুপারিশ

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ মার্চ ২০২১ ০৯:৫৬

ঢাকা: বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সংস্কার চায় সংসদীয় কমিটি। এ জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি কমিটি গঠনের সুপারিশ করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির পরবর্তী বৈঠকে এ বিষয়ে বিস্তারিত জানানোর জন্য বলা হয়েছে।

রোববার (২২ মার্চ) বিকেলে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি হাসানুল হক ইনুর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য তথ্য প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসান, বেগম সিমিন হোসেন (রিমি), মুহম্মদ শফিকুর রহমান, মোহাম্মদ এবাদুল করিম ও খ. মমতা হেনা লাভলী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

কমিটি সূত্র জানায়, বৈঠকে আলোচনাকালে কমিটির সদস্যরা বিটিভির অনুষ্ঠানের মান ঠিক থাকে না বলে উল্লেখ করেন। তারা বলেন, বিটিভির কর্মপরিকল্পনাগুলোও যথাযথভাবে নেওয়া হয় না। যেটা নেওয়া হয় তা বাস্তবায়নও হয়না। এসব সার্বিক বিষয় পর্যালোচনা করে কমিটি বিটিভির মান বাড়াতে হবে।

আলোচনা শেষে এ বিষয়ে মন্ত্রণালয়কে একটি কমিটি গঠনের সুপারিশ করা হয়।

সারাবাংলা/এএইচএইচ/এএম

বিটিভি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর