খেলা নিয়ে বিরোধে সহপাঠীর ছুরিকাঘাতে শিক্ষার্থী খুন
লোকাল করেসপন্ডেন্ট
২২ মার্চ ২০২১ ০৯:৪৬
২২ মার্চ ২০২১ ০৯:৪৬
বেনাপোল: মোবাইল ফোনে গেম খেলা নিয়ে বিরোধের জেরে সহপাঠীর ছুরিকাঘাতে রাকিবুল ইসলাম রাকিব (১৫) নামে এক শিক্ষার্থী খুন হয়েছে। রোববার (২১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে যশোর সদরের ইছালি ইউনিয়নের এনায়েতপুর ঈদগাহ মাঠে এই ঘটনা ঘটে।
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত রাকিব এনায়েতপুর গ্রামের হাফিজুল ইসলামের ছেলে। সে স্থানীয় হাশিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। এই ঘটনায় অভিযুক্তের নাম মো. সোহান। সে একই গ্রামের শরিফুল ইসলামের ছেলে।
ওসি তাজুল ইসলাম জানান, মোবাইলে গেম খেলা নিয়ে সমবয়সী দুইজনের মধ্যে গণ্ডগোল হয়। একপর্যায়ে রাকিবের বুকে ও পেটে ছুরিকাঘাত করে সোহান। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। এ ঘটনায় জড়িতকে আটকের চেষ্টা করা হচ্ছে। মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে।
সারাবাংলা/এসএসএ