Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৪ মার্চ দেওয়া হচ্ছে না স্বাধীনতা পুরস্কার

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ মার্চ ২০২১ ০৯:০৯ | আপডেট: ২২ মার্চ ২০২১ ১৩:১৯

ঢাকা: আগামী ২৪ মার্চ দেশের সর্বোচ্চ সম্মাননা স্বাধীনতা পুরস্কার দেওয়ার কথা থাকলেও তা হচ্ছেনা।
রবিবার (২১ মার্চ) সরকারের এক তথ্য বিবরণীতে সাময়িকভাবে স্বাধীনতা পুরস্কার বাতিলের খবর জানানো হয়েছে। পুরস্কার দেওয়ার পরবর্তী তারিখ জানিয়ে দেওয়া হবে।

তথ্য বিবরনীতে জানানো হয়, এ বছর ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার-২০২১ প্রদান উপলক্ষে ২৪ মার্চ এক অনুষ্ঠানের আয়োজন করার কথা ছিল। অনিবার্য কারণে এই অনুষ্ঠানের তারিখ পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত তারিখ মন্ত্রিপরিষদ বিভাগ পরে জানিয়ে দেবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান ২০২১ সালের রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত হোন।

সারাবাংলা/জেআর/এসএসএ

টপ নিউজ স্বাধীনতা পুরস্কার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর