Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকার হটাতে দেশবিরোধী চক্রান্ত চলছে: কাদের

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ মার্চ ২০২১ ১৭:৪২

ওবায়দুল কাদের। ফাইল ছবি

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সরকার হটানোর জন্য দেশের বিরুদ্ধে দেশবিরোধী চক্রান্ত চলছে। বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মদিবসে এটাই আমাদের শপথ।’

রোববার (২১ মার্চ) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগ আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘তারা বাংলার জনগণ দ্বারা বারবার প্রত্যাখাত হচ্ছে। কিন্তু, সবকিছুর পরও তাদের ষড়যন্ত্র থেমে নেই। বাংলার বাতাসে এখনো ষড়যন্ত্রের গন্ধ, এখনো বারুদের গন্ধ আছে। তাই আজ দেশি-বিদেশি এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের আবার ঐক্যবদ্ধ হতে হবে।’

‘মনে রাখতে হবে—শেখ হাসিনার নেতৃত্বে আমরা ক্ষমতায় আছি, কিন্তু আওয়ামী লীগ রাজপথ ছাড়েনি। আমরা রাজপথ এখনো ছাড়িনি। আমরা আজকে শপথ নিব, দেশবিরোধী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সরকার হটানোর জন্য আজকে দেশের বিরুদ্ধে যে চক্রান্ত চলছে; এই চক্রান্ত বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে আমাদেরকে প্রতিরোধ করতে হবে। ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হবে। পরাজিত করতে হবে। বঙ্গবন্ধুর জন্মদিবসে এটাই হোক আমাদের শপথ।’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘বাঙালির হৃদয়ে দাসত্ব নেই, যে পরাধীনতা স্বীকার করে না। পরাভব মানে না, সে বাঙালির কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোনো বিকল্প নেই। পৃথিবীতে যতদিন বাঙালি থাকবে, বাংলাদেশ থাকবে; বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম চিরস্মরণীয় চিরভাস্মর হয়ে থাকবে।’

বিজ্ঞাপন

আলোচনা সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, মির্জা আজম, অর্থ বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়েশা খান, শিক্ষা সম্পাদক শামসুন্নাহার চাঁপা, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান এবং দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। এছাড়া সভায় দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যরাসহ ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের নেতারা উপস্থিত ছিলেন।

গণভবন প্রান্তে সভা পরিচালনা করেন দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ।

সারাবাংলা/এনআর/এমআই

কাদের দেশ বিরোধী সরকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর