জোড়া খুনের মামলায় ৬ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন
ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট
২১ মার্চ ২০২১ ১৫:২৫ | আপডেট: ২১ মার্চ ২০২১ ২০:১৫
২১ মার্চ ২০২১ ১৫:২৫ | আপডেট: ২১ মার্চ ২০২১ ২০:১৫
শরীয়তপুর: জেলা ও দায়রা জজ আদালতের সাবেক পিপি এবং জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাবিবুর রহমান ও তার ছোট ভাই মনির হোসেন হত্যা মামলায় ৬ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন এবং ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন বিচারিক আদালত। রায়ের পর ১৩ জন আসামিকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো, শহীদ তালুকদার, ছলেমান সরদার, শহীদ কোতোয়াল, শাহীন কোতোয়াল, মজিবর তালুকদার ও শফিক তালুকদার।
জানা গেছে, ২০০১ সালে নিজের শয়নকক্ষে হাবিবুর রহমান ও তার ভাই মনির হোসেন সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। সেই ঘটনায় ৫৩ জনকে আসামি করে পালং মডেল থানায় মামলা করা হয়। ইতোমধ্যে এই মামলার ২ জন আসামি মারা গেছেন, পলাতক রয়েছে ৫ আসামি। আজ রবিবার আসামী পক্ষের আইনজীবী ৩৯ জন আসামীর হাজিরা প্রদান করেন।
সারাবাংলা/এসএসএ