Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাকচাপায় গাজীপুর সিটি করপোরেশনের প্রকৌশলী নিহত

লোকাল করেসপন্ডেন্ট
২১ মার্চ ২০২১ ১০:০০ | আপডেট: ২১ মার্চ ২০২১ ১৪:২৭

টঙ্গী: ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী গাজীপুর সিটি করপোরেশনের প্রকৌশলী মার্জিয়া আক্তার জান্নাত ওরফে আনিকা তাবাস্সুম (২৪) নিহত হয়েছেন।

শনিবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাসন থানাধীন ভোগড়া চৌধুরী বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মার্জিয়া আক্তার জান্নাত ওরফে আনিকা তাবাস্সুম (২৪) গাজীপুর মহানগরের সদর থানার পশ্চিম জয়দেবপুর এলাকার হাজী মাসুদ আলমের মেয়ে। তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের (গাসিক) ৬নং জোনের (বাসন) উপ-সহকারী প্রকৌশলী ছিলেন।

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার এসআই আল আমিন জানান, শনিবার রাত সোয়া সাতটার দিকে চান্দনা চৌরাস্তা এলাকার অফিস থেকে বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে চড়ে বাসায় ফিরছিলেন আনিকা। পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাসন থানাধীন ভোগড়া চৌধুরী বাড়ি এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে সড়কের উপর ছিটকে পড়ে ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন আনিকা। এ ঘটনায় নিহতের সঙ্গী মোটরসাইকেল চালক আব্দুল্লাহ আল ইমরান আহত হয়েছেন। আহত ইমরান গাজীপুর মহানগরের দক্ষিণ সালনা এলাকার মৃত গোলাম সারোয়ারের ছেলে। স্থানীয়রা আহতকে হাসপাতালে প্রেরণ করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সারাবাংলা/এএম

গাসিক টপ নিউজ সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর