Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে আক্রান্ত আরও ২০০, মাস্ক না পরায় ৩০ জনকে জরিমানা

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ মার্চ ২০২১ ২১:২৯

চট্টগ্রাম ‍ব্যুরো: করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি নিশ্চিত করছে চট্টগ্রামে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকতসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাস্ক না পরায় ৩০ জনকে সাড়ে ৪ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন।

শনিবার (২০ মার্চ) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক, আশরাফুল আলম ও গালিব চৌধুরীর নেতৃত্বে এ অভিযান হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক সারাবাংলাকে বলেন, ‘ছুটির দিনে চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড় তৈরি হচ্ছে। অধিকাংশের মুখে মাস্ক নেই। সামাজিক দূরত্বও কেউ মানছেন না। করোনার সংক্রমণ প্রতিদিন বাড়তে থাকায় আমরা অভিযান শুরু করেছি। আমরা মাস্ক বিতরণ করেছি। পাশাপাশি মাস্ক পরতে অবহেলা করায় ৩০ জনকে সাড়ে ৪ হাজার টাকা অর্থদণ্ড করেছি।’

ঊর্ধ্বমুখী সংক্রমণের কারণে ভবিষ্যৎ করণীয় নির্ধারণে রোববার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা কোভিড–১৯ প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হবে।

এদিকে চট্টগ্রামে নতুন করে আরও ২০০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত হার প্রায় ১১ শতাংশ। তবে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা নেই।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের সবশেষ ২৪ ঘণ্টার (শুক্রবার) প্রতিবেদনে জানা গেছে, সবশেষ ১ হাজার ৮৪৩ জনের নমুনা পরীক্ষা করে ২০০ জনের পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে শহরের ১৬৯ জন। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৩৭ হাজার ৪৪০ জন। এ পর্যন্ত মারা গেছেন ৩৮৩ জন।

সারাবাংলা/আরডি/এমআই

করোনা মাস্ক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর