মোটরসাইকেল নিয়ে মহাসড়কে, প্রাণ গেল ২ আরোহীর
স্পেশাল করেসপন্ডেন্ট
২০ মার্চ ২০২১ ১৮:০১ | আপডেট: ২০ মার্চ ২০২১ ১৮:০৭
২০ মার্চ ২০২১ ১৮:০১ | আপডেট: ২০ মার্চ ২০২১ ১৮:০৭
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (২০ মার্চ) সকালে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
নিহত দু’জন হলেন— ওবায়দুল হক (৩০) ও মো. নোমান (২২)। তাদের বাড়ি লোহাগাড়া উপজেলায়। তারা দু’জন সম্পর্কে নিকটাত্মীয় বলে জানিয়েছেন স্থানীয়রা।
হাইওয়ে পুলিশের দোহাজারি থানার পরিদর্শক আব্দুর রব জানিয়েছেন, মাইক্রোবাসটি কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিল। আর মোটরসাইকেল নিয়ে দু’জন যাচ্ছিলেন লোহাগাড়ার দিকে। বিপরীতমুখী দুই গাড়ির মধ্যে সংঘর্ষের দু’জন ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর মাইক্রোবাস আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছেন বলে জানিয়েছেন পুলিশ পরিদর্শক রব।
সারাবাংলা/আরডি/টিআর