ভ্যাকসিন নেওয়ার ২দিন পর করোনা পজেটিভ ইমরান
২০ মার্চ ২০২১ ১৭:৩৫
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমারন খান (৬৮) করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি আইসোলেশনে রয়েছেন। ভ্যাকসিন নেওয়ার দুই দিন পর করোনা পজেটিভ হলেন তিনি। খবর বিবিসি।
শনিবার (২০ মার্চ) দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফয়সাল সুলতান এক টুইট বার্তায় এই তথ্য জানিয়েছেন।
বার্তা সংস্থা রয়র্টাস জানায়, ইমরান খান প্রতিনিয়ত সকল প্রকার সভায় সশরীরে অংশ নিয়েছিলেন। এমনি সর্বশেষ বিপুল সংখ্যক লোকের উপস্থিতিতে অনুষ্ঠিত দেশটির নিরাপত্তা সম্মেলনেও অংশ নেন তিনি।
শুক্রবারের (১৯ মার্চ) ওই অনুষ্ঠানে মাস্ক ছাড়াই ভাষণ দিয়েছিলেন পাকিস্তানের এই প্রধানমন্ত্রী। এছাড়াও দেশটির দরিদ্র মানুষের জন্য আবাসন প্রকল্পের উদ্বোধন করতে অপর একটি সমাবেশে যোগ দিয়েছিলেন ইমরান খান।
প্রসঙ্গত, জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, পাকিস্তানে করোনা মহামারিতে এ পর্যন্ত ১৩ হাজার ৭৯৯ জনের মৃত্যু হয়েছে। আর ছয় লাখ ২৩ হাজার ১৩৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।