Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে ৬ সমঝোতা স্মারক সই

সিনিয়র করেসপন্ডেন্ট
২০ মার্চ ২০২১ ১৩:৪০ | আপডেট: ২০ মার্চ ২০২১ ১৪:৪৪

ঢাকা: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সফররত শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের উপস্থিতিতে দুই দেশের মধ্যে ছয়টি সমঝোতা স্মারক সই হয়েছে।

শনিবার (২০ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের পর এসব সমঝোতা স্মারক সই হয়। ছয়টি সমঝোতা স্মারকের মধ্যে নতুন একটি এবং বাকি পাঁচটি সমঝোতা স্মারক নবায়ন করা হয়েছে।

নতুন সমঝোতা স্মারকটি হলো- যুব উন্নয়নে সহযোগিতা জোরদার। বাংলাদেশের পক্ষে এই চুক্তিতে সই করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও শ্রীলঙ্কার পক্ষে রুরাল হাউজিং অ্যান্ড কনস্ট্রাকশন অ্যান্ড বিল্ডিং ম্যাটেরিয়াল ইন্ডাস্ট্রিজ বিষয়ক প্রতিমন্ত্রী ইন্দিকা আনুরুদ্ধ।

নবায়ন করা পাঁচটি সমঝোতা স্মারক হলো- বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্স কাউন্সিল (বিএআরসি) এবং শ্রীলঙ্কার কাউন্সিল ফর এগ্রিকালচারাল রিসার্স পলিসির (এসএলসিএআরপি) মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়। বাংলাদেশের পক্ষে এ সমঝোতা স্মারকে সই করেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক এবং শ্রীলঙ্কার পক্ষে সই করেন বাটিক, হ্যান্ডলুম ফেব্রিক অ্যান্ড লোকাল অ্যাপারেল প্রোডাক্টস বিষয়ক প্রতিমন্ত্রী দায়াসিরি জায়াসেকারা।

কারিগরি সহযোগিতা বিনিময়ে বাংলাদেশের ডাইরেকটোরেট অব টেকনিক্যাল এডুকেশন (ডিটিএ) এবং শ্রীলঙ্কার টারশিয়ারি অ্যান্ড ভোকেশনাল এডুকেশন কমিশন (টিভিইসি) এর একটি সমঝোতা স্মারক সই হয়। এতে বাংলাদেশের পক্ষে সই করেন শিক্ষা মন্ত্রী দীপু মনি ও শ্রীলঙ্কার পক্ষে দেশটির শিক্ষা মন্ত্রী জিএল পিরিস।

শ্রীলঙ্কার বাংলাদেশি নার্স ও স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণে সহযোগিতা বিষয়ক একটি সমঝোতা স্মারক সই করে বাংলাদেশ সরকার এবং শ্রীলঙ্কান সরকার। এতে বাংলাদেশের পক্ষে সই করেন স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালিক ও শ্রীলঙ্কার পক্ষে তাদের মানি অ্যান্ড ক্যাপিটাল মার্কেট অ্যান্ড স্টেট এন্টারপ্রাইজ রিফর্মস বিষয়ক প্রতিমন্ত্রী আজিথ নিওয়ারড কাবরাল।

বিজ্ঞাপন

বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজ এবং শ্রীলঙ্কার লক্ষন কাদিরগামার ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশন্স অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজ এর মধ্যে সহযোগিতা বিষয়ক একটি সমঝোতা স্মারক সই হয়। এতে সই করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং শ্রীলংকার পক্ষে তাদের আঞ্চলিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী তারক বালসুরিয়া।

সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ে একটি সমঝোতা স্মারক সই করে বাংলাদেশ ও শ্রীলঙ্কার সরকার। এতে সই করেন বাংলাদেশের পক্ষে সংস্কৃতি বিষয়ক সচিব এম বদরুল আরেফিন এবং শ্রীলংকার প্রধানমন্ত্রীর সচিব গামিনি সেদারা সেনারাথ।

এর আগে সকাল ১০টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের টাইগার গেটে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমে দুই প্রধানমন্ত্রী একান্ত বৈঠকে বসেন। একান্ত বৈঠকের পর দুই দেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন তারা।

সারাবাংলা/এনআর/এএম

চুক্তি ও সমঝোতা সই বাংলাদেশ ও শ্রীলঙ্কা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর