Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিজিসহ স্বাস্থ্য অধিদফতরের একাধিক কর্মকর্তা আক্রান্ত

সিনিয়র করেসপন্ডেন্ট
২০ মার্চ ২০২১ ১৩:৪০ | আপডেট: ২০ মার্চ ২০২১ ১৭:৪৯

ঢাকা: স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা.আবুল বাশার খুরশীদ আলম ও অধিদফরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সেন্টারের (এমআইএস) লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মিজানুর রহমানসহ প্রতিষ্ঠানটির একাধিক কর্মকর্তা নভেল করোনাভাইরাসে (কোভিড ১৯) আক্রান্ত হয়েছেন।

শনিবার (২০ মার্চ) সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন এমআইএস শাখার লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মিজানুর রহমান।

তিনি বলেন, উপসর্গ দেখা দিলে আমি ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক মহোদয় নমুনা পরীক্ষা করাই। গত দুই দিন আগে আমাদের সংক্রমণ শনাক্ত হয়। তবে আমরা এখনও সুস্থ আছি। এই মুহূর্তে আমরা দুইজনই নিজ নিজ বাসায় অবস্থান করছি।

এ দিকে স্বাস্থ্য অধিদফতরের আরেকজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সারাবাংলাকে বলেন, ডিজি ও এমআইএস পরিচালক বাদেও বর্তমানে প্রতিষ্ঠানটির একাধিক ব্যক্তির মাঝে কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়েছে। তবে এখন পর্যন্ত সবার অবস্থা ভালো পর্যায়ে রয়েছে।

সারাবাংলা/এসবি/এনএস

করোনাভাইরাস টপ নিউজ সংক্রমণ স্বাস্থ্য অধিদফতর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর