দ্বিপক্ষীয় বৈঠকে শেখ হাসিনা ও রাজাপাকসে
সিনিয়র করেসপন্ডেন্ট
২০ মার্চ ২০২১ ১২:৩৮ | আপডেট: ২০ মার্চ ২০২১ ১২:৪২
২০ মার্চ ২০২১ ১২:৩৮ | আপডেট: ২০ মার্চ ২০২১ ১২:৪২
ঢাকা: বাংলাদেশ ও শ্রীলঙ্কার প্রতিনিধিদলের সদস্যদের আনুষ্ঠানিক বৈঠক শনিবার (২০ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ে শুরু হয়েছে।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সফররত শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে নিজ নিজ দেশের পক্ষে প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। আনুষ্ঠানিক বৈঠক শুরুর পূর্বে দুই নেতা একান্তে কিছু সময় অতিবাহিত করেন।
এর আগে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছলে শেখ হাসিনা টাইগার গেটে রাজাপাকসেকে স্বাগত জানান। বৈঠকে শেষে বেশ কিছু সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে।
জাতির পিতা বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে যোগদানের উদ্দেশে রাজাপাকসে শুক্রবার সকালে দু’দিনের সফরে ঢাকা পৌঁছেন।
সারাবাংলা/এনআর/এএম