নোয়াখালীতে ব্যারিস্টার মওদুদ আহমদের জানাজা অনুষ্ঠিত
১৯ মার্চ ২০২১ ১৮:৩৩
নোয়াখালী: নোয়াখালী কবিরহাট সরকারি ডিগ্রি কলেজ মাঠে ব্যারিস্টার মওদুদ আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ মার্চ) দুপুরে ঢাকা থেকে হেলিকপ্টারে কবিরহাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এসে মরদেহ পৌঁছায়। পরে কবিরহাট সরকারি কলেজ মাঠে বাদ জুম্মা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
এরপর কোম্পানীগঞ্জ সরকারি মুজিব কলেজে জানাজার দ্বিতীয় নামাজ এবং পর নিজ বাড়িতে জানাজার নামাজের পর পারিবারিক করবস্থানে দাফন করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব আলহাজ্ব মো. শাহজাহান, বিএনপি ভাইস চেয়ারম্যান ব্যরিস্টার মাহবুবউদ্দিন খোকন, জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি , জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমানসহ বিভিন্ন শ্রেণির মানুষ।
এর আগে সকাল ৯টার দিকে মওদুদ আহমদের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়। সেখানে বিএনপি, নাগরিক ঐক্য, জাগপা, এনডিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সাধারণ মানুষ মরদেহে ফুলের শ্রদ্ধা জানান। পরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সকাল ১০টা ২৫ মিনিটে মওদুদ আহমদের জানাজা অনুষ্ঠিত হয়। সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতি আয়োজিত এ জানাজার নামাজে ইমামতি করেন সমিতির পেশ ইমাম মুফতি হাফেজ আবু সালেহ। এরপর বিচারপতি ও আইনজীবীদের পক্ষ থেকে তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়।
সারাবাংলা /এসএসএ