প্রধানমন্ত্রীর ছবি ব্যঙ্গ করার অভিযোগে ঠাকুরগাঁওয়ে তরুণ গ্রেফতার
১৯ মার্চ ২০২১ ১৭:৫৪
ঠাকুরগাঁও: প্রধানমন্ত্রী শেখ হাসিানর ছবি ব্যঙ্গ করে ওয়েবসাইটে আপলোড করার অভিযোগে রাজু হোসেন (১৮) নামে এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ মার্চ) গভীর রাতে অভিযান চালিয়ে শহরের জগন্নাথপুর বাঙ্গালীপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেফতার রাজু নীলফামারীর জলঢাকা উপজেলার গোপালঝাঁর গ্রামের সানোয়ার হোসেনের ছেলে।
ওসি তানভিরুল ইসলাম জানান, রাজু প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যঙ্গ করে ওয়েবসাইটে আপলোড করে। বিষয়টি ভাইরাল হলে পুলিশ প্রযুক্তি ব্যবহার করে তার লোকেশন ট্রেক করে এবং জগন্নাথপুর বাঙ্গারীপাড়া এলাকা থেকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয় এবং সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যঙ্গচিত্র পাওয়া যায়।
ওসি বলেন, এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামি রাজু হোসেনকে গ্রেফতার করে আদালতের নির্দেশে জেল হাজতে পাঠানো হয়েছে।
সারাবাংলা/এসএসএ