Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরায় ট্রলির ধাক্কায় সাংবাদিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট
১৯ মার্চ ২০২১ ১৭:২৭

সাতক্ষীরা: মাটি বহনকারি ট্রলির ধাক্কায় সাতক্ষীরায় ইসমাইল হোসেন (৩৬) নামে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ মার্চ) দুপুর ২টার দিকে সাতক্ষীরা-যশোর মহাসড়কের ছয়ঘরিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুরহানউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত ইসমাইল কলারোয়া উপজেলার গদখালি গ্রামের মো. আক্তার হোসেন ভোলার ছেলে ও যশোর থেকে প্রকাশিত দৈনিক যশোরের কলারোয় উপজেলা প্রতিনিধি।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুর ২ টার দিকে একটি ট্রলি ছয়ঘরিয়ায় একটি ইটভাটায় মাটি ফেলে প্রধান সড়কে উঠছিল। এসময় সাংবাদিক ইসমাইল হোসেন মোটরসাইকেলে চড়ে সাতক্ষীরা যাওয়ার পথে ট্রলির সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। আশঙ্কাজনক অবস্থায় দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে আসার পর বিকেল তিনটার দিকে তার মৃত্যু হয়।

পরিদর্শক বুরহানউদ্দিন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসএসএ

সাতক্ষীরা সাংবাদিকের মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর