Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রহ্মপুত্র নদে ডুবে বাবা-ছেলের মৃত্যু

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট
১৯ মার্চ ২০২১ ১৫:৫৩

নরসিংদী: মনোহরদী উপজেলায় ব্রহ্মপুত্র নদের পানিতে ডুবে বাবা ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ মার্চ) দুপুরে মনোহরদী উপজেলার দীঘাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। মনোহরদী থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, দীঘাকান্দি গ্রামের আহাম্মদ আলীর ছেলে জাকারিয়া (৫০) এবং তার ছেলে সাজেদুল ইসলাম সাজিদ (১০)।

নিহতের স্বজন ও পুলিশ জানায়, কৃষক জাকারিয়া তার ছেলেকে নিয়ে কলাগাছের ভেলায় করে পাশের সনমানিয়া এলাকায় বোরোধানের ক্ষেত পরিচর্যা করতে যাচ্ছিলেন। এসময় সাজিদ নদীতে পড়ে যায়। তাকে উদ্ধার করতে পিতা লাফ দিলে দুজনেই পানিতে তলিয়ে যায়। পরে আশপাশের লোকজন নদী থেকে তাদের উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এসআই আমিনুল ইসলাম জানান, বাবা ছেলের মৃত্যুর খবরে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এসএসএ

নরসিংদী বাব-ছেলের মৃত্যু ব্রহ্মপুত্র নদ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর