শাল্লায় সাম্প্রদায়িক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিপিবি’র
১৯ মার্চ ২০২১ ০৮:৫১ | আপডেট: ১৯ মার্চ ২০২১ ১১:৫২
ঢাকা: সুনামগঞ্জের শাল্লায় সাম্প্রদায়িক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। এক বিবৃতিতে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম বলেন, ‘শাল্লায় যে ন্যাক্কারজনক বর্বর সাম্প্রদায়িক হামলা হয়েছে, তা ঠেকাতে প্রশাসনের নীরব ভূমিকায় দেশবাসী ক্ষুব্ধ।’
বৃহস্পতিবার (১৮ মার্চ) এক বিবৃতিতে নেতৃদ্বয় এসব কথা বলেন।
তারা বলেন, ‘ক্ষমতায় টিকে থাকতে সাম্প্রদায়িক শক্তিকে তোষণের যে নীতি বর্তমান সরকার নিয়েছে, তারই ফলাফলে এই চিহ্নিত সাম্প্রদায়িক শক্তি বেপরোয়া হয়ে গিয়েছে। সাম্প্রদায়িক শক্তির পরামর্শে পাঠ্যপুস্তক পরিবর্তন, বিভিন্ন উসকানিমূলক বক্তব্যের পরিপ্রেক্ষিতেও নিশ্চুপ থাকা, একের পর এক সাম্প্রদায়িক হামলার বিচার না করা ইত্যাদি এই সাম্প্রদায়িক শক্তির উত্থানে মদদ যুগিয়েছে। মুক্তিযুদ্ধের মৌল চেতনার সাথে বিশ্বাসঘাতকতা করে শাসকগোষ্ঠী মৌলবাদী শক্তির সঙ্গে আপোসের যে পথ নিয়েছে তা বাংলাদেশের জন্য ভয়াবহ বিপদ ডেকে আনছে।’
নেতারা অবিলম্বে শাল্লায় সাম্প্রদায়িক হামলার সঙ্গে জড়িতদের এবং তাদের মদদদাতাতের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান। একইসঙ্গে দেশকে মুক্তিযুদ্ধের প্রকৃত ধারায় অগ্রসর করার লক্ষ্যে এই সাম্প্রদায়িক শক্তি ও তাদের তোষণকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে বাম-গণতান্ত্রিক বিকল্প শক্তিকে শক্তিশালী করতে দেশবাসীর প্রতিও আহ্বান জানান তারা।
সারাবাংলা/এএইচএইচ/এমও