Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘কার নামে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সেটা বড় কথা নয়’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ মার্চ ২০২১ ২১:১০ | আপডেট: ১৮ মার্চ ২০২১ ২১:২৬

চট্টগ্রাম ব্যুরো: আওয়ামী লীগের মন্ত্রী-সাংসদ-রাজনীতিকদের লেখা বইকে সূত্র হিসেবে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘মেজর জিয়া তার স্বাধীনতা ঘোষণার প্রথম ভাষণে নিজেকে হেড অব দ্য স্টেট অর্থাৎ রাষ্ট্রপ্রধান ঘোষণা করেছিলেন। ঘোষণা কার নামে প্রচার হয়েছিল, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে, জিয়াউর রহমান নিজে উদ্যোগী হয়ে ঘোষণা দিয়েছিলেন। এতে স্বাধীনতা সংগ্রামের সুবিধা কতটা হয়েছে, সেটাই বড় কথা।’

বিজ্ঞাপন

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় সমন্বয় কমিটির প্রস্তুতি সভায় আমীর খসরু এসব কথা বলেছেন। নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ে বৃহস্পতিবার (১৮ মার্চ) সকালে এ সভা হয়েছে।

সভাপতির বক্তব্যে আমীর খসরু আগামী ২৭ মার্চ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা প্রচারকেন্দ্র চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্রে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি ঘোষণা করে বলেন, ‘কালুরঘাট বেতারকেন্দ্র মুক্তিযুদ্ধের একটি বড় স্মৃতিস্তম্ভ। এখান থেকে জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। সেই ঘোষণা দেশে ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আওয়ামী লীগ বা বিএনপি-যে কেউ চাইলেই এই ইতিহাস পরিবর্তন করতে পারবে না।’

বক্তব্যে তিনি মুক্তিযুদ্ধের উপঅধিনায়ক আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী এ কে খন্দকার, সাবেক সাংসদ কে এম শফিউল্লাহ, সাংসদ অবসরপ্রাপ্ত মেজর রফিকুল ইসলাম ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সুবিদ আলী ভূঁইয়া, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদ ও তার মেয়ে শারমিন আহমেদ, প্রয়াত লেখক হুমায়ুন আহমেদ এবং ভারতীয় সাবেক সেনা কর্মকর্তা জ্যাকবের বক্তব্য ও বইয়ের উদ্ধৃতি তুলে ধরেন।

আমীর খসরু বলেন, ‘১৯৭১ সালের পহেলা মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত সময়ে পাকিস্তানের সেনাবাহিনী যুদ্ধের সব প্রস্তুতি নিয়েছে। কিন্তু আমাদের রাজনৈতিক নেতৃত্ব ‍যুদ্ধের সেই প্রস্তুতি মোকাবিলায় বিন্দুমাত্র পদক্ষেপ নেননি। উনাদের ধারণাই ছিল না কী করতে হবে সেটা। অথচ তখনকার জাতীয় নেতাদের পূর্বপরিকল্পনা থাকা দরকার ছিল। তখন রেডিওতে আমি মেজর জিয়ার ঘোষণা নিজে শুনেছি। সেই সংকটময় মুহূর্তে জিয়ার ঘোষণা বিভ্রান্ত ও নেতৃত্বহীন জাতিকে কিছুটা হলেও শক্তি-সাহস জুগিয়েছিল।’

বিজ্ঞাপন

সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, বিএনপি চেয়ারপারসনের ‍উপদেষ্টা আব্দুস সালাম, গোলাম আকবর খোন্দকার, সুকোমল বড়ুয়া ও এস এম ফজলুল হক, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, নগর কমিটির আহবায়ক শাহাদাত হোসেনসহ বিভাগের বিভিন্ন জেলার নেতারা বক্তব্য দেন।

সারাবাংলা/আরডি/টিআর

আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রস্তুতি সভা বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর