Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীতে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ মার্চ ২০২১ ১৭:০০

নরসিংদী: সদর উপজেলার কামারগাও এলাকার একটি কবরস্থানের পাশ থেকে শাওন মিয়া (১৫) নামে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ মার্চ) সকাল ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার ইনামুল হক সাগর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত শাওন মিয়া ময়মনসিংহের নান্দাইল থানার সিংড়াইল গ্রামের হাইওর মিয়ার ছেলে। তারা দীর্ঘদিন ধরে নরসিংদীর রাঙামাটি এলাকার সজল মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। শাওন সাটিরপাড়া এলাকার মীর এমদাদা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

বিজ্ঞাপন

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত শাওনের পিতা হাইওর মিয়া অসুস্থ থাকায় স্কুলছাত্র শাওন গত দুই দিন ধরে তার বাবার অটোরিকশাটি নিজেই চালাচ্ছিল। বুধবার সকালে অটো নিয়ে বের হয় শাওন। সন্ধ্যায় শহরের শাপলা চত্বরে তার চাচাত ভাইদের সঙ্গে চলতি পথে দেখা হয় তার। তারপর থেকে সে নিখোঁজ ছিল। পরে বৃহস্পতিবার সকালে তার চাচাত ভাই আবুল হাসান জয় সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর পায় কামারগাওয়ের কবরস্থানের পেছনে তার লাশ পড়ে আছে। পরে খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ এসে লাশ উদ্ধার নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়। এসময় অটোরিকশা পাওয়া যায়নি।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার ইনামুল হক সাগর বলেন, নিহত স্কুলছাত্র শাওনকে কি কারণে কি হত্যা করা হয়েছে তা এখনও জানা যায়নি। তবে বাবার অটোর সঙ্গে এই হত্যাকাণ্ডের কোনো সম্পৃক্ততা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

সারাবাংলা/এসএসএ

নরসিংদী স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর