Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যমুনা ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

সারাবাংলা ডেস্ক
১৮ মার্চ ২০২১ ১৬:৩৭

যমুনা ব্যাংক লিমিটেডের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২১ (রাজশাহী, খুলনা, রংপুর ও বরিশাল অঞ্চল) বগুড়ার হোটেল মম ইনে অনুষ্ঠিত হয়।

যমুনা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ, ব্যাংকের রিস্ক ম্যানেজম্যান্ট কমিটির চেয়ারম্যান এ কে এম মুশাররফ হুসাইন, নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. ইসমাইল হোসেন সিরাজী, যমুনা ব্যাংক ক্যাপিট্যাল ম্যানেজম্যান্টের চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম ভরসা ও পরিচালক মো. বেলাল হোসেন।

বিজ্ঞাপন

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান চৌধুরী, কোম্পানী সচিব এম এ রউফসহ ব্যাংকের রাজশাহী, খুলনা, রংপুর ও বরিশাল অঞ্চলের বিভিন্ন শাখার শাখা প্রধান এবং প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সম্মেলনে ব্যাংকের পরিচালনা কার্যক্রম সংক্রান্ত বিশদ আলোচনা হয় ও ব্যাংকের বিবিধ কার্যক্রম প্রসারে কতিপয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় এবং রাজশাহী, খুলনা, রংপুর ও বরিশাল অঞ্চলের বিভিন্ন শাখার প্রধানদের হাতে ‘চেয়ারম্যান অ্যাওয়ার্ডস-২০২০’ তুলে দেওয়া হয়।

সারাবাংলা/এমও

ব্যবসায়িক সম্মেলন যমুনা ব্যাংক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর