নিখোঁজের ১১ ঘণ্টা পর ব্যবসায়ীর লাশ উদ্ধার
১৮ মার্চ ২০২১ ১৬:০১
নোয়াখালী: কবিরহাট উপজেলায় নিখোঁজ হওয়ার ১১ ঘণ্টা পর মোহাম্মদ হানিফ মিয়া ওরফে ননা মিয়া (৮০) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ মার্চ) সকালে একটি ধানখেত থেকে লাশটি উদ্ধার করা হয়। কবিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) টমাস বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত ননা মিয়া বাটইয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত আবদুল আজিজের ছেলে। তিনি কাগজির টেক এলাকায় চা দোকানের ব্যবসা করতেন।
নিহতের ছেলে মহিন উদ্দিন জানান, তার বাবা বুধবার (১৭ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে কাগজির টেক থেকে নতুন পুকুরের উদ্দেশ্যে রওয়ানা হয়। রাত ৯টায় বাড়িতে আসার কথা ছিল। তিনি বাড়িতে না আসায় সারারাত খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার সকাল ৬টার দিকে একটি ধান ক্ষেত থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের কানে কাটা জখম, ঘাড়ে ও নাকে ফুলা জখম আছে।
ওসি টমাস বড়ুয়া বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সারাবাংলা/এসএসএ