Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা: সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে মাঠে নামছে পুলিশ

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ মার্চ ২০২১ ১৩:৫৭ | আপডেট: ১৮ মার্চ ২০২১ ১৬:০২

ফাইল ছবি

ঢাকা: চলতি মাসে নভেল করোনাভাইরাসের সংক্রমণ আকস্মিকভাবে ঊর্ধ্বগতি পেয়েছে। এই সংক্রমনের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ২১ মার্চ থেকে মাঠে নামছে পুলিশ। এদিন থেকে, সারাদেশে পুলিশ সদস্যরা সাধারণ মানুষকে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করতে কাজ করবে।

বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে করোনা সচেতনতা নিয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

বিজ্ঞাপন

বর্তমান প্রেক্ষাপটে জনগণকে মাস্ক ব্যবহারে বাধ্য করা হবে কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, তারা ঠিক ‘বাধ্য’ কথাটা বলছি না। তারা সাধারণ মানুষকে প্রেষণা ও প্রেরণা দিয়ে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করতে চান।

আইজিপি বলেন, মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করতে হবে কেন? মানুষ নিজের দায়িত্ববোধ থেকে নিজের এবং নিজের পরিবারের জন্য মাস্ক ব্যবহার করবে বলে তিনি আশা করছেন।

এদিকে, ‘মাস্ক পরার অভ্যাস, কোভিডমুক্ত বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে ২১ মার্চ থেকে শুরু হবে এই কার্যক্রম। এতে কমিউনিটি পুলিশ এবং বিট পুলিশ কাজ করবে। তারা মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করবে, প্রয়োজনে বিনামূল্যে মাস্ক সরবরাহ করবে।

আইজিপি আরও বলেন, সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে। মাস্ক ব্যবহার করতে হবে, সাবান দিয়ে বার বার হাত ধুতে হবে, প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে। জনসমাগম বা ঝুঁকিপূর্ণ জায়গায় গেলে সেখান থেকে বাসায় ফিরে কাপড়চোপড় খুলে গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।

বড় রাজনৈতিক অনুষ্ঠান, ওয়াজসহ জনসমাগম হয় এমন নানা অনুষ্ঠানের অনুমতি দেয় পুলিশ। করোনা সংক্রমণ বাড়তে থাকায় এই অনুমতি দেওয়া বন্ধ থাকবে কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে আইজিপি বলেন, অনুমতি দেওয়ার বিষয়টি কেস টু কেস নির্ভর করে। তবে, পুলিশ অনুমতি দিলেও প্রতিটি অনুষ্ঠানে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/একেএম

আইজিপি ড. বেনজীর আহমেদ রাজারবাগ পুলিশ লাইন্স

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর