তানজানিয়ার প্রেসিডেন্টের মৃত্যু
১৮ মার্চ ২০২১ ১৩:৩১ | আপডেট: ১৮ মার্চ ২০২১ ১৩:৩৪
তানজানিয়ার প্রেসিডেন্ট জন মাগুফুলি (৬১) মারা গেছেন। দেশটির ভাইস প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান এই তথ্য জানিয়েছেন। খবর বিবিসি।
তানজানিয়ার দার এস সালাম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি হৃদরোগ জটিলতায় ভুগছিলেন। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে ভাইস প্রেসিডেন্ট এই তথ্য জানান।
সামিয়া সুলুহু হাসান জানান, গভীরভাবে দুঃখের সঙ্গে আজ আপনাদের জানাচ্ছি যে, আমাদের সাহসী নেতা ও তানজানিয়ার প্রেসিডেন্ট জন পম্পে মাগুফুলি আর নেই।
প্রেসিডেন্ট মাগুফুলির মৃত্যুতে ১৪ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন এবং দেশটির জাতীয় পতাকা অর্ধনিমিত থাকবে বলেও জানিয়েছেন সুলুহু হাসান।
এর আগে, অসুস্থতা নিয়ে গুজব ছড়িয়ে পড়ার পর থেকে গত দুই সপ্তাহ ধরে প্রেসিডেন্ট মাগুফুলিকে জনসম্মুখে দেখা যায়নি।
দেশটির বিরোধী দলের নেতারা দাবি করেছিলেন, প্রেসিডেন্ট মাগুফুলি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছিলেন। তবে তা নিশ্চিত করা যায়নি।
আফ্রিকার দেশগুলোর মধ্যে যেসব নেতা করোনাভাইরাসকে অবহেলা করেছিলেন তাদের মধ্যে মাগুফুলি অন্যতম। তিনি করোনা দূর করতে প্রার্থনা ও হারবাল চিকিৎসার কথা বলেছিলেন।
তানজানিয়ার সংবিধান অনুযায়ী, ভাইস প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিবেন এবং প্রেসিডেন্ট মাগুফুলির মেয়াদের বাকি সময় টুকু দায়িত্ব পালন করবেন। এই সরকারের পাঁচ বছরের মধ্যে ইতোমধ্যে দেড় বছর অতিবাহিত হয়েছে।