Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁওয়ে অস্ত্রসহ ২ জেএমবি সদস্য গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ মার্চ ২০২১ ১১:৫০

ঠাকুরগাঁও: জেলার রাণীশংকৈল উপজেলার এক গ্রামে পুলিশ অভিযান চালিয়ে দেশিয় পিস্তলসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা জেএমবি সদস্য বলে দাবি করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- সহিদুল ও ইমদাদ আলী। বুধবার (১৭ মার্চ) রাতে উপজেলার ভরনিয়া গ্রামে গোপনসূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে রাণীশংকৈল থানা পুলিশ।

পুলিশ জানায়, বুধবার রাতে গোপনসূত্রের ভিত্তিতে উপজেলার ভরনিয়া গ্রামে অভিযান চালিয়ে সহিদুল ও ইমদাদ আলী নামের দুই জেএমবি সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছে ২টি পিস্তল, ১টি দেশিয় একনলা বন্দুক ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। নিষিদ্ধ ঘোষিত জেএমবি’র এই সদস্যরা দীর্ঘদিন ধরে এলাকায় আত্মগোপন করে ছিল।

এ বিষয়ে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল লতিফ সেখ বলেন, তদন্তে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে তারা জেএমবি সদস‍্য। তাদের কাছ থেকে জিহাদি বই ও বিভিন্ন ধরনের লিফলেট উদ্ধার করা হয়েছে।

সারাবাংলা/এনএস

জেএমবি সদস্য গ্রেফতার ঠাকুরগাঁও

বিজ্ঞাপন

রিয়েলি এবার রিয়েলিই খুশি
১০ জানুয়ারি ২০২৫ ১০:০০

আরো

সম্পর্কিত খবর