Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিলি স্থলবন্দর দিয়ে আবারও আমদানি-রফতানি শুরু

লোকাল করেসপন্ডেন্ট
১৮ মার্চ ২০২১ ১১:১৮

হিলি (দিনাজপুর): বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে একদিন বন্ধের পর আবারও হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৮ মার্চ) সকাল ৯টায় ভারত থেকে পণ্য বোঝাই ট্রাক বন্দরের প্রবেশের মধ্যে দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়।

হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন এই তথ্য নিশ্চিত করেন।

এ বিষয়ে আব্দুর রহমান লিটন জানান, জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার সরকারি ছুটি থাকায় আমদানি-রফতানি বন্ধ ছিল। একদিন পর আজ (বৃহস্পতিবার) সকাল থেকে আবারও হিলি স্থলবন্ধর দিয়ে আমদানি-রফতানিসহ সকল কার্যক্রম শুরু হয়েছে।

এর আগে, বুধবার (১৭ মার্চ) দুই শতাধিক এতিমকে নিয়ে মুজিবের জন্মশতবার্ষিকী পালন করেছে হিলি স্থলবন্দর। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার পরিবেশন করা হয়। বন্দরের ব্যবস্থাপনা পরিচালক অনন্ত চক্রবর্তী নেপালের আয়োজনে দিবসটি পালন করা হয়।

এ সময় হিলি বন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক, বন্দর সহকারী ব্যবস্থাপক এসএম হায়দারসহ অনুষ্ঠানে সাংবাদিক, বন্দরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনএস

আমদানি-রফতানি শুরু হিলি স্থলবন্দর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর