বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করেছে বিএসএফআইসি
১৮ মার্চ ২০২১ ০২:৪৮ | আপডেট: ১৮ মার্চ ২০২১ ০৩:১২
ঢাকা: যথাযথ মর্যাদায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করছে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি)।
বুধবার (১৭ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিএসএফআইসি ভবনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালনের কর্যাক্রম শুরু করেন স্ংস্থার চেয়ারম্যান মো. আরিফুর রহমান অপু।
এরপর সকাল ১০টায় শিল্প মন্ত্রণালয় প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতার ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় বিএসএফআইসি’র পক্ষ থেকে।
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, শিল্প সচিব কে এম আলী আজম, বিএসএফআইসি চেয়ারম্যান মো. আরিফুর রহমান অপুসহ শিল্প মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দফতর ও সংস্থার প্রধানরা এসময় উপস্থিত ছিলেন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ছিল মূলত গত বছর। তবে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে সেবার এই আয়োজন করা যায়নি। এ বছর বঙ্গবন্ধুর ১০১তম জন্মবার্ষিকীতে জাতির জনকের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী একযোগে উদযাপন করা হচ্ছে।
সারাবাংলা/ইএইচটি/টিআর